
প্রকাশিত: Wed, Jan 18, 2023 4:05 PM আপডেট: Sat, May 10, 2025 3:53 PM
বাকস্বাধীনতা রুদ্ধ করে কখনো নিজেদের বুদ্ধিবৃত্তিক উন্নতি হয় না
জান্নাতুন নাঈম প্রীতি
এবারের বইমেলায় ‘আদর্শ প্রকাশনী’কে স্টল দেওয়া হয়নি। ‘আদর্শ’ ফাহাম আব্দুস সালাম, জিয়া হাসানের বই ছেপেছে বলে এমন ঘটেছেÑ এমন একটা অভিযোগ দেখলাম। এর আগে রকমারি আমার বই ‘জন্ম ও যোনির ইতিহাস’ প্রি অর্ডার নেওয়া শুরু করে মাঝপথে থামিয়ে দিয়েছে। আমার বইটা আমার আত্মজীবনী। ধর্মীয় মৌলবাদ, জাতীয়তাবাদ, প্রগতিশীল নামধারীদের ভন্ডামি নিয়ে লেখা। রাষ্ট্র থেকে শুরু করে ডান ও বামের
কাউকে খুশি করতে আমি লিখিনি, কারণ আমি মনে করি, আমি ওয়ানম্যান আর্মি। আমি লিখেছি সেইদিনের জন্য যেদিন মানুষ বুঝতে শিখবে একজনকে কথা বলার জন্য আদালতে তোলা যায় না, তাকে জোর করে ক্ষমা চাইতে বাধ্য করা যায় না। কারণ দীর্ঘ দেড় বছর আমি একটা সত্য কথা লেখায় আদালতে দাঁড়াতে বাধ্য হয়েছি। আমাকে বাধ্য হতে হয়েছে, কারণ আমি জন্মসূত্রে ওই ভূখণ্ডের বাসিন্দা যেখানে সত্য বলা অনেক সময় অপরাধ। আপনারা কেউ আদালতে দাঁড়িয়ে বিচারকের কাছ থেকে সত্য লেখার কারণে তিরস্কারের গ্লানি কখনো বুঝবেন?
আপনারা একটা জিনিস খেয়াল করেনÑ জিয়া হাসান, ফাহাম আব্দুস সালাম, জান্নাতুন নাঈম প্রীতি তিনজন তিন ঘরানার লেখক, কারো সাথে কারোর মিল নেই। কিন্তু এদের বই নিয়ে একইসাথে সমস্যা হচ্ছে কেন? কেন প্রকাশনীকে কিংবা একটা বইকে খুব অলিখিত কারণে নিষিদ্ধ করা হচ্ছে? কারণ আমরা যে যার জায়গা থেকে বাকস্বাধীনতার পক্ষে লড়াই করছি। আমাদের রাজনৈতিক মতাদর্শ ভিন্ন, আমাদের কারো সাথে কারোর মিল নেই, কিন্তু আমরা একমত যে একে অন্যের সাথে মিল না রেখেও সবাইকে কথা বলতে দেয়ার সমাজ, রাষ্ট্র ব্যবস্থা আমাদের তৈরি করতে হবে। যতদিন আমাদের সমাজ সেরকমটা হবে না ততদিন আমাদের এই লড়াইটা চালিয়ে যেতে হবে।
আমার প্রিয় সমসাময়িক লেখকদের একজন আরিফ রহমান ঘোষণা দিয়েছে ‘আদর্শ’র স্টল নিষিদ্ধ করায় সে এই লেখকদের দশ কপি বই কিনে অন্যদের উপহার দিবে। আমার মনে আছে আহমদ ছফা ‘নারী’ নিষিদ্ধ করার পর হুমায়ুন আজাদের ভয়াবহ সমালোচক হয়েও সেই বই নিজে রাস্তায় দাঁড়িয়ে বিক্রি করেছিলেন। আমি আরিফের এই কাজকে সাধুবাদ জানাই। আরিফের যে বইটা আসছে, আমি সেটার জন্যও অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। হয়তো সেই বইয়েরও অনেক ব্যাপারে আমি একমত হবো না, তাতেইবা কী? আজ থেকে দেড় দুইশো কিংবা তিনশো বছর আগে খোদ ফ্রান্সে যেসব বই নিষিদ্ধ হয়েছিল সেসব বই এরা যত্নের সাথে এদের লাইব্রেরীগুলোতে সাজিয়ে রেখেছে।
অশ্লীলতার জন্য নিষিদ্ধ হওয়া প্রতিটি বই ১০০ বছরের বেস্ট সেলার বইগুলোর তালিকায় জ্বলজ্বল করছে। কারণ এরা জেনেছে, বাকস্বাধীনতা রুদ্ধ করে কখনো নিজেদের বুদ্ধিবৃত্তিক উন্নতি হয় না। সবাইকে কথা বলতে দিতে হয়। আর কথা বললে, বলার চর্চা করলে যা ঘটে তা হলো চিন্তার বিকাশ এবং সমাজ বদলের নতুন আইডিয়া। প্রগতি মানে সেটাই যেটার সাথে আমি একমত হবো না, কিন্তু সেই কথাও এমনকি বলতে দিতে হবে।
একসময় রবীন্দ্রনাথ নির্বাসিত হয়েছিলেন, কিন্তু সেই রবীন্দ্রনাথ বাংলার আকাশ বাতাসজুড়ে আছেন। আমি হলফ করে বলতে পারি, আপনি আজকে আমাকে নির্বাসিত করলেও, অভিজিৎ রায়কে বইয়ের স্টলে না রাখতে দিলেও আমাদের আটকাতে পারবেন না। মুক্তচিন্তা এমনই সংক্রামক যার জন্য একমত না হলেও তার মতপ্রকাশের পক্ষে থাকা যায়। তাকে মিছেমিছি আটকাতে চেয়ে নিজের হীনমন্যতার প্রকাশ আর কত করবেন? লেখক: কথাসাহিত্যিক। ফেসবুক থেকে
আরও সংবাদ
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
মতিউর প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ৮৩ ব্যাচের বন্ধুদের গ্রুপে সৎ জীবন যাপনের উপদেশ দিতেন!

চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে

‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!

কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!

সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি

ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
